পাপ নিধন
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১১-১১-২০২৪
ওঠ রে জেগে সব মা জাতি
ধ্বংস যজ্ঞে ওঠ মেতে,
মুছে ফেল ঐ আঁখি জল
হিংস্রতা আন মানস পটে।
জাহিল যুগের কন্যা হত্যার
আবার বুঝি উঠলো ঝড়,
নর পশুরা নরকের কীট
পাইকারি আজ নিধন কর।
নর পিষাসের কিসের পূজা
রূপ-যৌবন কামনার ছল,
প্রতি অঙ্গে রতি যাচে
সুযোগ পেলেই রসাতল।
ভুলিশ নে তার মিষ্টি কথায়
অন্তরে তার অনিষ্টটা,
কামনার জল খসে গেলেই
হবি তুই পিষ্ট যাতা।
ধর্ষণ তাদের নিত্য কর্ম
যজ্ঞ চলে আঁতুড় ঘরে,
থাকে সদা ওঁত পেতে
রেহাই নেই লাশ কবরে।
ছাড় মা তুই ছেড়ে দে
নর লালনের মিথ্যে মায়া,
ভ্রূণ থেকে কর হত্যা শুরু
মুছে দে সব কালো ছায়া।
বিষ মেখে দে দুধের সাথে
কর পৃথিবী নর শূন্য,
এই যুদ্ধে তুই জিততে হবে
পাপ নিধনে হয় পুণ্য।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।