তেলুয়া মাথায় তেল
- ফাইয়াজ ইসলাম ফাহিম

তেলুয়া মাথায় তেল দেওয়া
বাঙালীর জাতীয় স্বভাব,
তাই আজ আমাদের দেশে
গরীব লোকের নেই অভাব।

গরীবের মাথায় তেল দেই না
মাথায় ভাঙ্গি বেল,
তাই দেশের উন্নতি করতে পারি না
বার বার করি ফেল?

তেলুয়া মাথায় তেল দিতে দিতে
চুল করেছি কাল,
গরীব লোক কষ্টে থাকে
তেলুয়া থাকে ভাল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।