এক টুকরো পবিত্র মাটি
- রুহুল আমীন রৌদ্র

এই সভ্যতা, শহর নগর একদিন ধ্বংস হবে,
ধসে যাবে গগণচুম্বি ইমারত
নিচিহ্ন হয়ে যাবে সবকিছু।
আবারও গড়ে উঠবে নবসভ্যতা,
আমার সমাধির উপর স্থাপিত হবে,
হাজারো সমাধি,
নিশ্চিহ্ন হয়ে যাবে আমার দেহাবশেষ।
ধুলি বালি প্রকৃতির মাঝে
মিশে রবো আমি।
সেদিনও এ নাপাক তনু প্রশান্তির আশে,
খুঁজে বেড়াবে এ বাংলার,
এক টুকরো পবিত্র মাটি।
যেথায় মিশে আছে জীবদ্দশা স্মৃতি পু্ঞ্জিভূত,
জন্মধাত্রীর পবিত্র দেহাবশেষ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।