আমি কবি নই
- সুজন কুমার রায় - আমি কবি নই ২৮-০৩-২০২৪

কখনও কখনও ফেরারি এই মন,
যেন আমি এক যাযাবর;
নেই কোনো উদ্দেশ্য নেই কোনো গন্তব্য,
শুধু গোধুলী লগনে পথহারা পাখির মত অবিরাম উড়ে চলা।
সবুজ প্রান্তর, রাখালের বাঁশি, কচি ধানের খেত, গ্রাম্য বধুর খোলা চুল, আধাঁরের জোনাকি,জোসনাস্নাত চাঁদ, অধরের হাসি; ওরা...ওরা সবাই আমায় ব্যাঙ্গ করে বলে, "কি কবি আমায় নিয়ে কিছু লিখবে না?"। চারদিকে শুধু প্রশ্ন আর প্রশ্ন ;
যেন পায়ের নিচে মৃত্তিকাও বলে উঠে, " আমার ওপর দাড়িয়ে কি ভাবছ অত, আমায় নিয়ে কিছু লিখবে না?"।
শরীরের ঘাম অবিরত ঝড়তে ঝড়তে বলে, " তোমার দেহ থেকে আমার বিচ্ছেদ হলো, এবার আমায় নিয়ে কিছু লিখবে না?"। দখিনা বাতাস কানে ফিসফিস করে বলে, " তোমার উষ্ণ শরীর শীতল করে দিলাম, এবার আমায় নিয়ে কিছু লিখবে না?"।
মায়ের কোলে ক্রোন্দন করা শিশু, শোষিত সমাজ, পরাজিত সৈনিক; এমনকি গর্বে মাথা উচু করা মহাপুরুষরাও আমায় শুধায়, "আমাদের নিয়ে কিছু লিখবে না?"।
নির্জনের একাকীত্ব, লোকালয়ের কোলাহল, প্রেমের বিরহ, ক্ষুধার ব্যাথা
ওরা.. ওরা সবাই একই কথা বলে।
ওদের প্রশ্ন আমার বুকে শূলের মত আঘাত হানে।
অবশেষে; আমার থেকেই আমি ফেরারি।
শুধু চিৎকার করে ওদের বলতে থাকি,
"আমি কবি নই"।
-যেন আমার চিৎকার কারও কানে পৌঁছায় না।
অহংকারের পাহাড়ে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি হয়ে আবার ফিরে আসে,
আমি কবি নই...
আমি কবি নই...............

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

aliahmed91
০৮-০৫-২০১৬ ১১:০০ মিঃ

দারুণ লাগলো।