ভয়
- সুজন কুমার রায়

ভয়
সুজন কুমার রায়

ঘুটঘুটে তিমিরাচ্ছন্ন রাত,
শব্দরা ভয়ে থরথর....
অদুরে জোনাকিরা খেলে লুকোচুরি;
আচমকা শেয়ালের ডাক শুকিয়ে দেয় কলিজা,
যা মনে করতে চাইনা তা বারবার মনে পড়ে।
শিহরনে জেগে উঠে শরীরের লোম,
হাতের কুপিটাকে হালকা বাতাস
নিভে যাওয়ার হুমকি দেয়,
জন্ম হয় আরও নতুন নতুন রাক্ষসী কল্পনার;
ভাবনারাও ভাবতে শুরু করে,
যখন কুপির সলতেটা বিনা কারনে মাথা নিচু করে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

০৭-০৫-২০১৬ ১৯:৫৪ মিঃ

বেশ ভাল লাগল

০৭-০৫-২০১৬ ১৪:৩৬ মিঃ

ভাল