হাজার বছর পরে
- রুহুল আমীন রৌদ্র
হাজার বছর পরে,
পৃথিবীটা কোনদিন যদি উল্টো চলে,
কালের কাঁটা উল্টে ঘুরে,
নিয়তির শিঁকল দুমড়ে ছিঁড়ে,
আবার এ মানব জনম যদি আসে ফিরে ,
প্রতিটি নিঃশ্বাস রেখে দিবো,
শুধুই তোমার তরে।
এ জনমের শূন্য হৃদয়,
ও জনমে হয়ত পাবে পূর্ণতা,
না হয় চাইবো আরেক জনম,
ঘুচাতে প্রেমের ব্যর্থতা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।