কবিগুরু লহ প্রণাম
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতাগুচ্ছ
বিশ্বকবি রবীন্দ্রনাথ, হে কবিগুরু লহ প্রণাম,
কলকাতার জোড়াসাঁকো তব পূণ্য জন্মধাম।
বরণীয় তুমি স্মরণীয় তুমি, জগতে সবাকার,
বাংলার কবি, বাঙালী কবি, গর্ব তুমি বাংলার।
বিশ্বকবি রবীন্দ্রনাথ, হে কবিগুরু লহ প্রণাম,
কবিতা লিখে জগত্জুড়ে পেয়েছো বহু সম্মান।
নোবেল বিজয়ী বিশ্বকবি, তুমি বাংলারই কবি,
জগতে চির উদ্ভাসিত তুমি নব প্রভাতের রবি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ, হে কবিগুরু লহ প্রণাম,
বিশ্বজুড়ে গাহিয়াছ তুমি, ভারতের জয়গান।
রাখীউত্সবে মোরা সবে রাখী বাঁধি সবার হাতে,
তব রচিত জাতীয় সঙ্গীত গাহি সবে একসাথে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ, হে কবিগুরু লহ প্রণাম,
বিশ্বজুড়ে গাহিয়াছ তুমি, সাম্যের জয়গান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।