রাগ
- ফাইয়াজ ইসলাম ফাহিম

রিমু-ঝিমু
রাগ করেছে
খাবে না কোন খানা,
কেন তুমি ঝন্টুর সাথে
মিশতে করলে মানা।

রিমু-ঝিমুর মা বলে
ঝন্টু হল
গরীবের জাত,
ওর সাথে তুই যদি খেলিস
নষ্ট হবে তোর জাত?

ও হল গরিব ছেলে
কামলা দিয়ে খায়,
ঝন্টুর মত দুষ্ট ছেলে
তোর পানে না যেন চায়..


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।