ফেসবুক
- ফাইয়াজ ইসলাম ফাহিম
ফেসবুক মানে আড্ডা দেওয়া
ফেসবুক মানে প্রেম,
ফেসবুক মানে জ্বালা বাড়া
ফেসবুক মানে গেম।
ফেসবুক মানে কিছু চাওয়া
মন দিয়ে মন পাওয়া,
ফেসবুক মানে
সাত-সাগর পাড়ি দিয়ে
প্রেমের দেশে যাওয়া?
ফেসবুক মানে স্বপ্ন রঙ্গীন
আকাশ-বাতাস ছোঁয়া,
ফেসবুক মানে মিছে তথ্য
কাল কয়লার ধোঁয়া।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।