ও দামিনী!
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ও দামিনী একটু সুপ্ত হও
কর না মোর সাথে আড়ি,
তাহলে আমি চলে যাব
গাঁও-গ্রাম ছাড়ি।

দূরদেশ পাড়ি দিব
আর আসব না ফিরে,
তখন তোমায়
খুজতে হবে লক্ষ তারকার ভিড়ে।

শান্ত হও! শান্ত হও
ও মোর দামিনী,
তুমি আমার প্রিয় ফুল
গোলাপ-পদ্ম-কামিনী।

আমি জানি নে
একটু খানিতে ভিজে
যাবে তোমার নেত্র,
তাহলে আমি উপহাস করতাম না
খুজতাম কোন ক্ষেত্র!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।