নামুক বৃষ্টি উঠুক ঝড়
- অরুণ কারফা

নামুক বৃষ্টি উঠুক ঝড়
কৃষকের ছেলে পায়না ডর
চাষ করেই তবে ফিরবে ঘর।

আসুক মন্দা হোক কর্মক্ষয়
শ্রমিকের ছেলে পায়না ভয়
লড়তে হবে করতে গেলে যুদ্ধ জয়।

বারুক দাম চলুক শোষণ
ভয় পায়না জনসাধারণ
লড়াই করে হবে শাপ মোচন।

মুখোস খো’ল মা'র হেচকা টান
পেতেই চাও যদি নির্বান
দিতে হবে কিছু তরতাজা প্রাণ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।