মহাপ্রলয়ের গ্রাসে মানব সভ্যতা
- রুহুল আমীন রৌদ্র

মহাবিশ্বের অংশুমালীর অক্ষিতে মহাযুগের ছানি পড়েছে,
অবনীকে গ্রাস করেছে নগ্ন সভ্যতা।
যেন ধূসর কাল শর্বরীর অন্তহীন বিস্তীর্ণ তমস্যায়,
ঘোর তমস্যাচ্ছন্নতা এ প্রান্তর।
পাশ্চাত্য নগ্ন সভ্যতার নির্গত শ্লেষ, গগণাচ্ছন্ন হয়ে,
শ্বাসরুদ্ধ করে চলেছে সভ্য সভ্যতা।
যেন সেই আদিম জাহেলীয়ার নগ্ন আঁচড়,
জ্বালাময়ী দাজ্জালের ভয়ংকর থাবা,
ছায়া পড়েছে বঙ্গ মৃত্তিকায়।
পদে পদে লাঞ্চিত বঞ্চিত ধর্ষিত,
সভ্য সভ্যতার বিবেক।
দু্র্নীতি অবিচার ব্যবিচার জুলুম,
যেন মুষ্টিবদ্ধ করে আঁকড়ে ধরে,চিরেকুরে খাচ্ছে,
এ সভ্যতা।
সত্য নিষ্ঠা সততা আজ রাবন কারাগারে,
পদে পদে ত্রাস, কালো অস্ত্রের দাপট,
অর্থলোলুপ করালগ্রাস,
ক্ষমতার অতৃপ্ত মোহে,
চরম স্বার্থপর এ সভ্যতা।
এখানে বিবেক ম্লান,
উদারতার কেউ দেয় না দাম,
বিনিময়ে বদনাম।
চাক্ষুষে লুণ্ঠন অবলার সম্ভ্রম,
নিষ্পাপ শিশুর গলে পশুর ছুঁড়ি,
কালো অর্থের বাহাদুরি।
এখানে বিচারের লেশ,সত্যবাদী নিঃশেষ,
তিলে তিলে রসাতলে স্বপ্নের বাংলাদেশ।
আজ বেদনায় ভরাক্লান্ত এ হৃদ সিন্ধু,
বড় কষ্টে, বড় যাতনায়,
কণ্ঠে এ সুর বন্ধু।
ঝরে যাক সকল অন্যায় অত্যাচার,
কালের বিদ্রোহী স্রোতে,
চির শান্তির অমিয় পথে মানুষ উঠুক মেতে।
---০---


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।