ভালবাসা চাই
- ফাইয়াজ ইসলাম ফাহিম

বার বার কেন
প্রেমের সাঁকো
হচ্ছে দোদুল্যমান
ও আমার প্রিয়বদা ললনা
তুমি যে আমার প্রাণ।

কেন তুমি আমার কথা
কর না শ্রাব্য,
তোমায় নিয়ে লিখছি
অসংখ্য প্রেমের কাব্য!

তোমাকে পাবার শোকে
করতে পারি
শিরোধার্য,
তুবু তুমি কর
আমার মুমূর্ষু মনের কার্য।

সুকেশা-সুদন্তী
ও অনন্যা,
যৌবন তোমার অবিনশ্বর নয়
আর কত দিব তোমার
কাছে ধন্যা?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।