পিপাসী আমি পথিক
- অরুণ কারফা

পিপাসী আমি পথিক
খুঁজছি রাস্তা সঠিক
মরুতে মরীচিকা
দেয় না তবুও দেখা।

যদিও দিশারে
হারিয়েছি আঁধারে
আলেয়া জলাতে
জ্বলে না পথ দর্শাতে।

আকাশে ডানা মেলা
মেঘেরা করে খেলা
বারে বারে ধ্রুবতারা
ঢেকে দেয় এসে তারা।

তুললেও নাওয়ের পাল
হাসে না ঝড় একগাল
প্রকৃতি কেন কৃপণ
জানতে চায় ব্যথিত মন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।