কবির কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

€ছন্দে ছন্দে জেনে নেই,কিছু
কবি-সাহিত্যিকের নাম ও উপাধি€

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর
বাঙলা সাহিত্যের এক জোতির্ময় নূর।

বিদ্রোহী কবি নজরুল
কবিতার মাঝে তুলে ধরেছেন
মানব সভ্যতার ভুল।

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
বাঙালি সাহিত্যে তৈরি করেছেন,
এক নতুন অধ্যায়।

যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত
কবিতার মাঝে বেঁচে আছেন!
হয়ে যান নি লুপ্ত।

রূপসী বাঙলার কবি
জীবনান্দ দাশ,
বাঙলার মাঝে বেঁচে থাকতে চান
এটাই তার আশ।

মাইকেল মধুসূদন দত্ত
বাঙলা সাহিত্যে
আজও আছে
তার প্রভাব-প্রতিপত্ত।

মহাকবি আলাওল
আজ দেয়
মানুষের মনে দোল।

পদাবলীর কবি বিদ্যাপতি
বাঙলা সাহিত্যের করেছেন
অনেক উন্নতি।

পল্লী কবি জসীম উদ্দীন
গ্রাম-বাঙলার মাঝে
বেঁচে থাকতে চান চিরদিন।

চরণ কবি মুকুন্দ রাম
আজও আছে তার
এই বাঙলায় দাম।

তর্করত্ন রাম নারায়ণ
বাঙলার মানুষ
আজও তাকে করে চয়ন।

কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য
বাঙলা সাহিত্যে
করে গেছেন অনেক কার্য।

দুঃখবাদের কবি যতীন্দ্রনাথ
দুঃখের সাথে ছিল তার আতাত।

ছান্দসিক কবি আবদুল কাদির
বাঙলা সাহিত্যের এক বীর।


-ফাইয়াজ ইসলাম ফাহিম


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।