অবিশ্বাসের পীড়ন
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ
অনেক দিনের ক্লান্তির পর
সেথায় বাজিলে সুর,
অনেক দিনের অপেক্ষার পর
সেথায় রঙিলে সুর ।
তারপর তা হারিয়ে গিয়েছে শূন্য পানে
কেহ তারে নাহি নিলে ডাকি ও প্রাণে ,
দিয়ে গেলে এক শূন্যতা তার হৃদয় ভরি
অবিশ্বাসের পীড়ন জাগিছে হেথায় বরি বরি ।
ওরে তারা বরণ করিছে
কারে ?
ওরে তারা সুর বাজাইছে
কার ?
হেথায় বিড়ম্বনার দিনক্ষণ মাপিছে সদাই -
তাহারা |
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।