আমি কাগুজে ফুল দিয়ে
- অরুণ কারফা
আমি কাগুজে ফুল দিয়ে
ঘর সাজিয়ে নিয়ে
বোঝাতে চেয়ে আমার ভালবাসা,
দুঃখ ভরা হৃদয়ে
নিরাশা জাগিয়ে
ভেস্তে দিলেম নকল আশা।
অপরাজিতা এঁকে কাগজে সাদা
ডুবিয়ে নিয়ে নীরে মহাসাগরে
করলেম অবয়ব নীল তার,
জানি না তাই কি না মিতা
ফেলে দিয়ে তারে পথের ধারে
অসন্তোষে ভরালো মনটা তার।
অবশেষে,
স্বাধীনচেতা মন বোঝাতে আমার
বাদামী কাগজে সাগরের ঢেউ এঁকে
বললেম দেখ উঁচু পাহাড়,
ডানা কেটে দিতে সেই স্বাধীনতার
শুনতে না পারে কেউ এ ভাবে আমাকে
গেল বলে, হলেম যুগলে, বন্দী এবার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।