আশায় বাঁধি খেলাঘর
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার লেখা কবিতা
ভবসিন্ধুর ওপার থেকে
কে যেন ডাকিছে আয়,
এ মহীমণ্ডলে কেন ওরে
পড়ে আছিস মায়ায়?
এ জীবন নিশার স্বপন
শুধুমাত্র দু’দিনের তরে,
যেতে তো হবে একদিন,
দুদিন আগে অথবা পরে।
পদ্মপাতার জল যেমন,
টলমল টলমল করে,
দেহ ছেড়ে প্রাণ পাখি,
একদিন যাবে উড়ে।
ভবের খেলা সাঙ্গ হবে,
আসবে যেদিন ডাক।
জীবন নদীর ঘুর্ণিঝড়ে,
আসে মরণ দুর্বিপাক।
পৃথিবীর এই পান্থশালায়
জন্মমৃত্যু দোঁহে করে রণ,
জীবন শেষে হেরে গেলে,
অবশ্যই আসবে মরণ।
জীবন নদীর বালুচরে,
জন্ম ও মৃত্যু খেলা করে,
যেতে হবে একদিন সবে,
ভবের এই দুনিয়া ছেড়ে।
ভবের খেলা খেলতে এসে,
না পেলাম ভালোবাসা,
অশ্রুনীরে ভাসি আমি তাই,
মিটিল না মনের আশা।
যারা ছিল সবাই আপন,
হয়ে গেছে তারা আজ পর,
জীবন নদীর বালুচরে তবুও
আশায় বাঁধি খেলাঘর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।