হেথায় গান বাজে
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ
কে কোথায় আজ ফিরি আয়
দূরে নূত্য তালে গান বাজে;
ওরে হেথায় সুয় জাগে , আয়
তোরা ফিরি আয় রে নাচে ।
হেথা কানন দেবী সাজিয়া
আপনারে অপলক সাজে,
হেথা রূপ সাজিয়া নাচিয়া
বাদ্য বাজায় নিত্য কাজে |
আজি তাহারি গানে তাহার সে গানে
প্রাণে সুর তোলে,
আজি তাহারি গানে হেথা বাজে গানে
প্রাণ তায় ভোলে |
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।