ঝড় এল ( অণুকবিতা )
- সৌম্যকান্তি চক্রবর্তী

মেঘ কালো করে ঝড় এল...
শীতল বাতাস বয় , আঁধার ঘনাল !
পথে যত লোকজন খোঁজে আশ্রয় ,
ধূলোবালি ওড়ে , পাতা ওড়ে শয়ে শয়ে !
আলো যত নেভে বুঝি বিদ্যুত গেল ,
ঠাণ্ডা বায়ুতে আজ পরাণ জুড়াল !
ওদিকে গগনজুড়ে বজ্রপাত শুরু ,
সেই ক্রুদ্ধনিনাদে হয় বক্ষ দুরুদুরু !
তারপর এল বৃষ্টি শান্তিবারি ধারা ,
দাবদাহ সমাপনে শান্ত হল ধরা !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।