কবির সাজ
- শাওন সারথি
অজস্র বিকেল আমি হাটিয়াছিলেম
এই আম্রমুকুলের ধার ঘেঁষিয়া,
এই যে পুকুর ঘোলা জলেতে মেশা
কচুরি ফুলের মতো ভাসিয়া।
পথের ধুলা মিশিয়া যায়
মোর পাদুকার সারা অঙ্গ,
শূন্য আকাশ প্রসারিত করিয়া
মুক্ত বিহঙ্গ।
ছায়া বলে মোর সঙ্গি হইবে
থাকিবে মোর পাশ
জাম জারুলের মতো ছায়া সুনিবিড়
যেন আলোকিত মোর আকাশ।
তুমি যেন মোর কবিতা নও
যেন তার থেকে একটু বেশি,
ছড়াইয়া দোলাও দোলায়িত প্রাণ
জড়াইয়া এলোকেশী।
তুমি তো নারী ভাবনায় মোর
আলোকিত বিন্দু জল,
জড়াইয়া ধরে লুটাইয়া পরে
এই হৃদয় সমুজ্জ্বল।
তাই তো তোমায় ভালবাসি নারী
এই কথা জানাতে আজ,
ছাড়িয়াছি এই সংসার বাড়ি
পড়িয়াছি কবির সাজ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।