সত্যি কথা ...
- সৌম্যকান্তি চক্রবর্তী

সত্যি কথার ঝাঁঝ আছে ,
সত্যিতে কি লাজ আছে ?
সত্যি কথাই প্রমাণ করে
কার মনে কি পাপ আছে !

সত্যি কোনো মানে না বাঁধন ,
সত্যি আমার বড়ই আপন !
সত্যি বলতে ভয় নেই কোনো ,
সত্যি বড়ই প্রানের রোপণ !

সত্য হল সত্যি আলো ..
সত্য সকল দুখের কারণ !
সত্যি হল আমার প্রিয়
সুখ দুঃখের সঙ্গী এমন !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।