অশোক দিনের তরে
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ
অশোক দিনের তরে রাখিনু তোরে-
উত্তরী জড়ায়ে প্রীতি সাজে বাঁধিনু
মোর দিনের অনন্ত প্রীতির তরে ।
আজু মম ও বিরহী দিন
ফুরাইবে নিশিদিন;
আজু মম ও কানন দেবী
যবে হারে , সে দেবী ।
রাখিলে নারে মোরে সে প্রীতি লগ্নে,
এখন সেথায় কাঁদন ছাপিবার লগ্নে-
সাধিয়া আনে ।
হায় , এবার বরণিয়া আনে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।