দুরত্বের ব্যবধানে
- রুহুল আমীন রৌদ্র

সুদুর অন্তরীক্ষ বিস্তৃর্ন বুক এলিয়ে দিতে চায়,
দুস্তর পারাবার বুকে,
ভুলে যেতে চায় দূরত্বের ব্যবধান,
সেই আদি হতে ছাড়াছাড়ি,
ভুলেনি তবু্ও হৃদয়ের টান।
ব্যকুল তিয়াস অশ্রু করে, ভাসিয়ে যায় প্রিয়ার দুকূল,
শুষে নেয় তৃপ্তির বাষ্প।
ঠিক অবয়ব,
জীবনের একটি দিনও যদি তোরে না পাই,
দুরত্বে দুরতিক্রমে, ভালবাসা যদি হয় মরীচীকার মত,
তিয়াস তিক্ততার অনলে, যদি হই ক্ষতবিক্ষত,
না পাওয়ার ব্যর্থ অশ্রুটুকু পুড়ে পুড়ে,
শুষে নেবো তবুও, ভালবাসার অমৃত।
---০---


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।