যে পথের শেষ নাই
- অরুণ কারফা
যে পথের শেষ নাই
সেই পথেই যেতে চাই
ঝরা পাতা তাতে পড়ে
থেকে যেন থরে থরে
করে দেয় স্মৃতিকে
উজ্জ্বল ও ঝকঝকে।
সে পাতা চোখে মুখে
বাণী যেন ফোটায় দুখে
ভ্রান্ত ও ক্লান্ত পথিক
খুঁজে পেয়ে দিশা সঠিক
তাতে ছেড়ে দীর্ঘশ্বাস
ফিরে পাক বিশ্বাস।
দুধারে সে পথের
শিউলি ও শেফালীর
থোকা থোকা ফুলগুলো
জমলেও গাদা ধুলো
থাকে যেন অম্লান
ছড়িয়ে দিতে সুঘ্রাণ।
সে পথে পদচারী
হতাশা হোক যত ভারী
ভুলে গিয়ে তা ক্রমে
এগিয়ে যাক নবোদ্যমে
আর, সেখানে অবিরত
ভালবাসা হোক মুকুলিত ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।