অনুতাপ
- রুহুল আমীন রৌদ্র
আজ ব্ড্ড খিদে পেটে,
সম্মুখে দুর্ভাগ্যের ভাঙা থালা,
কিযে বিষম অনুতাপ বুকের পাঁজরে
কাউকে যায় না বলা।
অক্ষির প্রান্তে পঞ্চনদ ধারা,
কালের জীর্ণতা পরনে,
আপন অভিসম্পাত আঁকড়ে ধরেছে চরণে।
মাগো, আবার বাল্য হতে ইচ্ছে করে,
খিদের পেট খেতে চায়,
তোর হাতের পরশ মাখা অন্ন,
তোর কোলে মস্তক পেতে,
হতে চায় ধন্য।
মারে, আজ যেন সবই মোর বিফল,
প্রার্চুয্যের এ প্রাসাদ মুছে দেয়না,
চোখের বহতা জল।
কতো ভুল করেছি, ভেবেছি তোরে কতোই নগন্য,
মারে,আর একবার আয় ফিরে,
তোর চরণে মস্তক রেখে, মরবে এ জঘন্য
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।