বর্ষারাণী ..
- সৌম্যকান্তি চক্রবর্তী

অসহ্য দহনজ্বালা অবিরত তাপে
ক্লান্ত অশান্ত এই ধরণী কাঁপে !
তীব্র রোদের তেজ সহিতে না পারি ;
শ্রান্তদেহের শান্তি আজ শুধু শান্তিবারি !

দীর্ঘদিনের শেষে সৃর্য অস্ত যায় ,
সন্ধ্যাকালেও উষ্ণ বায়ু শরীর জ্বালায় ,
তাপের প্রবাহে তাই দুর্বিষহ জীবন;
বর্ষাবারি ভরসা যা জুড়াবে দহন !

তার পর হল অপেক্ষার অবসান ,
ঠাণ্ডা বাতাস দিল তারই প্রমাণ ;
অবশেষে মৃদু হেসে এল বর্ষারাণী ,
কালবৈশাখী এসে ধূয়ে দিল গ্লাণি !

পথে ঘাটে মাঠে হল শুরু ধূলিঝড় ,
গাছপালা কেঁপে ওঠে , কাঁপে কুঁড়েঘর !
কালোমেঘ বেগে এল ঘনাল আঁধার ,
বজ্রপাতের বজ্রনাদে শঙ্কিত চারিধার !

শ্রান্ত দেহ শান্ত হল , তৃপ্ত হল মন ,
সতেজ হল হৃদয় , বহে শীতল সমীরন !
তরুশাখা দোলে আজ , দোলে তার পাতা ,
বর্ষারাণী আজ তপ্ত ধরার পরিত্রাতা !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।