এ কি আমার ভুল
- রুহুল আমীন রৌদ্র
ওহে রমা,
সহসা দেখেছি তোমায় স্মান করতে,
উন্মুক্ত দিঘীর পাড়ে,
স্বচ্ছ আব্রুর আঁড়ে।
ভেজা শাড়ীর আঁড়ে দেখেছি কাশফুল,
উন্মাদ হিয়া পবনে ভেসে চুমেছে কালোচুল,
বলো, " এ কি আমার ভুল"?
দুলিয়েছো নিতম্ব, হেসেছো মুচকি হাসি,
আবেগমাখা মিষ্টি চাওনি,
ফুটিয়েছে তৃষ্ণার ফুল,
ক্ষণিক তরে বেসামাল হয়েছি,
বলো," এ কি আমার ভুল "?
তুমি সামলে নিলেই পারতে,
লজ্জার কাছে হারতে,
কানকাঁটা যৌবনটা দৃষ্টির আঁড়ে রাখতে।
জানিনা সখি তুমি কোন কাননের ফুল,
অজান্তেই তোমায় বেসেছি ভাল,
হয়ত এই আমার ভুল।
---০---
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।