অন্তহীন ভালবাসা
- রুহুল আমীন রৌদ্র

সখি বড় ভালবাসি তোমায়,
হৃদয় নিংড়ানো অদ্রীসম ভালবাসা তোমায় ঘিরে।
অন্তহীন অথৈ সায়রে, অক্ষির দৃষ্টির শেষপ্রান্তে,
যেখানে আবছা কুয়াশা ঘিরে রেখেছে চারিপাশ।
গগণের সকল নীরদরাশি পু্ঞ্জিভূত হয়ে,
যতটুকু বারি ঝরাবে অনন্তকাল,
তার চেয়েও সজস্রগুণ।
সখি, এক মুহূর্তও ভুলতে পারি না তোমায়,
অস্তিত্বের সকল বন্ধন শুধুই তোমায় ঘিরে,
কথা দাও, কভু ভুলে যাবে না মোরে।
ত্রিভূবনের সমস্ত নক্ষত্রের আলোকছটা,
সূর্যের বুকে যতটা তেজস্ক্রীয় পরমাণু,
মর্তের অভ্যন্তরে যতটা বালিকণা,
অম্বুরাশির বুকে যত ফোঁটা জল,
আদৌন্ত ইতিহাস স্রষ্টা, সহস্র প্রেমিকের প্রেম,
তার চেয়েও সজস্রগুণ।
আমি স্রষ্টার সাথে করেছি আজন্ম সন্ধি,
গগনভেদী স্বর্গ হতে টুটি আনবো প্রেম,
নির্ঝর ধারায় অনন্তকাল ধরে,
শুধু কথা দাও,
কভু ভুলে যাবে না মোরে।
-------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।