অনুপ্রাস ..
- সৌম্যকান্তি চক্রবর্তী

চিন্টুর চাউমিন চনমনে চাঙ্গা ..
পল্টুর পায়ে পায়ে নিও না গো পাঙ্গা ;
করিমের কেরামতি করনীয় ককটেল ,
তৈমুর তৈয়ারী তরতরে ঘামতেল ;
দানিয়ুল দাদা হয়ে দিয়ে দিল দান ...
মহেশের মন্ত্রীরা হার মেনে যান ,
ভীম ভয়ে ভীত যেন ভূত ভর করে ;
টনটনে টমসন টিং টিং করে !
গগনের গনগনে গরম কড়াই ,
ল্যাংচাতে লকলকে লিপির লড়াই !
আলামিন আলাপনে বড় জোরদার ,
পরেশের পরনেতে পশম চুড়িদার !
সূর্যের সুর যেন সুরহীন স্বর ,
বিশ্বনাথের বিষে বেপথু বেঘর !
লাজবাব লিকপিকে লকেটের লস্ ,
রূপার রূপের রসে মজল না বস্ !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।