তোমায় দেখে বড় কষ্ট হয়
- ফাইয়াজ ইসলাম ফাহিম
তোমায় দেখে বড় কষ্ট হয়
রাগ ওঠে চোখে-মুখে,
আমি আজ বড়-ই অসহায়
আছি খুব দুঃখে।
মনে কোন রঙ্গ নেই
কোন আনন্দ নেই,
সব ফেলেছি হেরে
তোমায় একটু দেখলে
কষ্ট গুলো ওঠে নেড়ে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।