দুর্ভাগা এক চিঠি
- রুহুল আমীন রৌদ্র

কোন এক ঝড়ো হাওয়ার দিনে,
মহকালভ্রমা রানারের ঝুড়ি হতে উড়ে যাওয়া,
আমি এক দুর্ভাগা চিঠি !
উড়ে উড়ে আটকে ছিলেম কোন এক কাঁটাবনে,
সেখানে হয়েছি ক্ষতবিক্ষত।
অতঃপর বাটের ধারে বেওয়ারিশ কতোকাল,
কতো পদের পেষণ,
কালের ময়লায় কতো জীর্ণতা।
ভালবাসার এক ডাকবাক্স মিলেছিল কোন একদিন,
ছলনার মরীচীকায় ধসে গেছে তলা,
হয়নি আমার স্থান,
ব্যথাতুর হৃদে অপূর্ণ অবসাদে ছুটেছি অনন্তের পানে,
ধরিত্রীর অন্তরালে, কালের অথই তলে,
নিঃশেষিত হবে একদিন,জীর্ণ এ চিঠি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।