আমার মাঝেই তুমি
- রুহুল আমীন রৌদ্র
যে সাগরের যে জলেই ভাসাও সুখের তরী,
মনেরেখো সব সাগর,
এ বুকে আমারি।
যে বৃক্ষের যে পুষ্পেই সাজাও সুখের বাসর,
মনেরেখো সকল পুষ্প,
আমার প্রেমের দোসর।
যে গগণের যে মেঘেই, খেলো লুকোচুরি,
মনেরেখো সব গগণ,
হৃদয়ে আমারি।
যে রবির যে প্রভাতেই ভরাও সুখের সংসার,
মনেরেখো সকল রবি ই,
চোখের তারায় আমার।
ডানামেলে যে গগণেই করো উড়াউড়ি,
তিভূবনের সপ্তগগণ,
পুরোটাই আমারি।
যে পবনেই পরশ মেলেই জুড়াও তনুখানি,
মনেরেখো সব পবনে,
নিঃশ্বাস আমারি।
যে কাজলে আঁকো তোমার বক্র নয়নখানি,
মনেরেখো সবফোঁটা কাজল,
আমার চোখের পানি।
যখন যেখানে যেভাবেই থাকো,
ওহে নন্দিনী,
ছায়ার মতো পিছু রবো,
এই চির আমি,
মনেরেখো আজন্ম,আমার মাঝেই তুমি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।