তারপর যে তার পাইনে দেখা আর
- অরুণ কারফা
তারপর যে তার পাইনে দেখা আর
সুভাষিত বাক্যে ও প্রেরণায় যার
করেছিলেম আমার পথ চলা আরম্ভ
লক্ষ্য যতই হোক কঠিন ও দুর্লভ।
পাইনে বললেও ভুল বলাই হবে
যদিও মনে পড়েনা সেই কবে
বন্ধুর মত চলে ছিলেম শেষবার
হাতে হাত রেখে একসাথে তার।
সে বোধ হয় ছিল হেমন্ত কাল
নগ্ন হয়েছিল পাতা ঝ’রে শাল
তার উপর চলার মর্মর ধ্বনি
এখনো শুনি ও পদক্ষেপ গুনি।
তারপর গেলেও অনেক বসন্ত
সে অর্থে না হয়ে তা মুকুলিত
প্রেমের সম্ভাবনাকে স্তম্ভিত ক’রে
কলিতেই পরল কুসুমটা ঝরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।