পালক পিতা
- সৌম্যকান্তি চক্রবর্তী

পালক পিতা পবিত্ৰ পাল ,
পড়েছে প্রকৃত প্যাঁচে !
পালের পোলা পরিতোষ পাল
মনোনীত মেগা ম্যাচে !
মাটির মহল থেকে মেরেকেটে
পাঁচশত টাকা মেলে !
সামান্য সেই অর্থ দিয়ে
খেলবে কি ক'রে ছেলে ?
ক্রিকেট ক্রীড়ায় কড়াগণ্ডায়
উপায় অনেক উপকরণ !
অল্প অর্থে অসহায় তারা
কি করে করবে গ্রহণ ?
লালটু ললাট লিখে দিল তার ,
পরিতোষ কাটে লটারী !
অনেক অর্থ দিল সামর্থ্য
ভাগ্য ভরল তাহারি !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।