হৃদয়ে রবীন্দ্রনাথ
- রফিকুল ইসলাম রফিক

একটি ভোরের পাখি তোমার প্রেরণা
তুমিও পাখি হয়ে গেলে
উড়ে উড়ে দেখলে বাংলার জীবন জগৎ, মাটি ও মানুষ
গাইলে গীতাঞ্জলীর অনবদ্য গান।
পেলে, বিশ্ব স্বীকৃতি আমাদের-- নন্দিত মানব
তখনো বোঝোনি, কতটা তোমার উড়তে বাকী।

তোমার বিদেশ ভ্রমণ।
হঠাৎ মাথার উপর দিয়ে উড়ে গেলো একটি বলাকা
খুলে গেলো তোমার চোখ- অন্তরলোক
দেখলে
ভরানদীর উত্তাল জোয়ারে, পালতোলা-- নৌকায় যখন
ভ্রমণরত বিশ্বমানব
তখন, তোমার অভাগা জাতি হতাশায় ক্রন্দনরত
মরানদীর বালুতটে দাঁড়িয়ে।

তুমি গাইলে বলাকার গান উড়ন্ত ডানায়
হয়ে গেলে এ জাতির বিশ্বপ্রতিনিধি, উল্লসিত পাখির পালক
আমাদের নিয়ে গেলে উর্বশী হয়ে কল্পলোকে -অনন্ত তৃষ্ণায়
লক্ষ্মী হয়ে ফিরালে আবার মাটি ও মানুষের কাছে
হৃদয়ের অকৃত্রিম ভালোবাসায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।