গাঁয়ের নিমন্ত্রণ
- রফিকুল ইসলাম রফিক
মিষ্টি মধুর পাখির ডাকে আঁধার কাটে যখন
সোনা আলোয় ঝিলিক মারে সকল কিছু তখন
নেচে ওঠে গাছের পাতা ফুল বাগানে ফুল
আমার গায়ের সকাল দেখে তুই হবি আকুল।
রোদ ঝলমল শিশির ভেজা সবুজ পাতা, ঘাস
মাতাল করে দেবে তোরে উদার আকাশ।
দরদভরা ভালোবাসার আমার সোনার গাঁয়
পাল তোলা নাও নদীর বুকে যায়রে বয়ে যায়।
সোনাবন্ধু চিকন কালা দেখবি যদি আয়
কী অপরূপ দৃশ্য আছে নদীর কিনারায়।
তাল পুকুরের স্বচ্ছ জলে ফুটে থাকা নাল
সুখ সাগরে ভাসিয়ে তোরে করবেরে উতাল।
সবুজ ধানে দোলায়মান নৃত্যরত বায়ু
দেবে তোরে সজীবতা বাড়িয়ে দেবে আয়ু।
কলসী কাখে গাঁয়ের বধু ক্যামনে হেঁটে যায়
দেখবি এসব ভাসবি সুখে মন পবনের নায়।
সোনাবন্ধু চিকন কালা চায় যদিরে মন
আসতে পারিস আমার গাঁয়ে দিলাম নিমন্ত্রণ।
(নাল-- আঞ্চলিক শব্দটি শাপলা অর্থে ব্যকহৃত)।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।