বাংলা মাসের কবিতা
- লক্ষ্মণ ভাণ্ডারী
বৈশাখ মাসে ঝড় আসে
রোজ বিকেল হলে পরে,
জ্যৈষ্ঠমাসে আমের গন্ধে
গোটা পাড়া ওঠে ভরে।
আষাঢ় মাসে বর্ষা নামে,
জল কাদা পথে ঘাটে,
শ্রাবণমাসে বৃষ্টিতে ভিজে
চাষীরা চাষ করে মাঠে।
ভাদ্র মাসে ভরা নদী
নদীতে আসে বান,
আশ্বিন মাসে দুর্গাপূজা,
মাঠে মাঠে সবুজ ধান।
কার্তিক মাসে ধান পাকে
মাঠে মাঠে সোনার ধান,
অঘ্রাণ মাসে ধান কাটে
মেতে ওঠে চাষীর প্রাণ।
পৌষ মাসে ভীষণ শীত
সবাই কাঁপি থরে থরে,
মাঘ মাসে বসন্ত পঞ্চমী,
করি পূজা ভক্তি ভরে।
ফাল্গুন মাসে দোল-পূর্ণিমা
হোলি খেলা সবার সাথে,
চৈত্র মাসে শিবের গাজন,
গাজন মেলায় সবে মাতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।