আমি পাগল
- ফাইয়াজ ইসলাম ফাহিম
আমি পাগল?
-ফাইয়াজ ইসলাম ফাহিম
আমি পাগল
তাই তোমায়
ভালবাসতে পারিনি।
আমি পাগল
তাই তোমার
কাছে আসতে পারিনি।
আমি পাগল
তাই তোমার
চোখে-চোখ
রাখতে পারিনি।
আমি পাগল
তাই তোমার
ভাল বন্ধু হতে পারিনি।
আমি পাগল
তাই কোন
আদব-কায়দা শিখিনি।
আমি পাগল
তাই তোমায় স্পর্শ
করতে পারিনি।
আমি পাগল
তাই তোমার সাথে কথা
বলতে পারিনি।
আমি পাগল
তাই তোমায়
ভুলতে পারিনি।
আমি পাগল
তাই তোমায় করতে পারিনি
আমার ঘরণী।
আমি পাগল
তাই তোমায় ভাবি
আমার ধরণী।
উৎসর্গঃ সকল পাগল প্রেমিকদের প্রতি?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।