নির্ব্যূঢ় অধিকার
- রুহুল আমীন রৌদ্র
অমৃত পেয়ালায় ভরে আধখানা শশধর,
তোমার বদনে মেখেছি কতো,
মেখেছি কতো নিষুতি শর্বরীর নির্যাস,
কতো আঁসুর নির্ঝর শুষে নিয়েছে অশরীরী,
ক্লান্ত তনু মিশিয়েছি তোমার নিষুপ্তি নগরে,
তুমিও মিশেছিলে যেন, বারিস্রোতে দু'ফোঁটা অশ্রু।
বিশ্বাসের মহাপ্রাচীর ঘিরেছিল নিঃশ্বাস,
তুমি আপনখেয়ালে ভেঙেছো দুর্নিবার মহাকর্ষণ,
হেলেন হয়ে এসেছিলে আমার সাজানো ট্রয়ে।
আজ অবেলার ক্লান্ত পথিক আমি,
বিধ্বস্ততা কু্ঁড়িয়ে স্মৃতির থলেতে ভরে,ছুটে চলেছি অনন্তের পানে,
আজ আমায় দেখে ভাঙবে কি তোমার বর্শীভূত অহংকার,
মনেপড়বে কি তোমাতে ছিল মোর, নির্ব্যূঢ় অধিকার ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।