আকাঙ্ক্ষার সহযাত্রী
- শাওন সারথি - উড়ন্ত ভাবনাগুলি

নগ্ন আর উন্মত্ত ছুরিটা সজোরে বসিয়ে দিলাম
তোমার বুকের বাঁ পাশের ঠিক মধ্যখানে!
মুহূর্তেই তরতর করে ছড়িয়ে পড়ল তোমার রক্ত,
ছিন্নভিন্ন হয়ে বিরাট একটা ঘায়ের সৃষ্টি করল।
তোমার হৃদপিণ্ড ছিড়ে চুইয়ে পরছে জমাট কালচে রক্ত,
দ্বিখণ্ডিত ফুসফুসে বাতাস জমা হয় না, বরং
নাসারন্দ্র দিয়ে আসা অক্সিজেন ছুরিতে লেগে থাকা
উষ্ণ রক্তের উষ্ণতা জুড়ায়!
তুমি বলেছিলে তুমি মরতে চাও আমার হাতে।
তুমি চাও দ্বিখণ্ডিত হতে,
আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হতে।
আমার একছত্র আঘাতে তুমি রক্তাক্ত হতে চাও।
তুমি বলেছিলে কোন এক অমাবস্যার রাতেই
তোমার মৃত্যু ঘটবে আমার জন্যে।
তুমি আরেকবার লীন হতে চাও আমার হাতে।
তুমি বলেছিলে তোমার এই উষ্ণ রক্তেই যেন
আমি রক্তাক্ত হই আর উপর্যুক্ত আঘাতেই
তোমার মৃত্যু নিশ্চিত করি।
তুমি তো জানোনা কতটা ভয়ানক হিংস্রতায়
তোমাকে আঘাত করেছি!
কতটা শক্তি আর বুদ্ধিমত্তায় সজোরে
ছুরিটা চালিয়েছি তোমার বুকে!
আমি তোমার কষ্টের চালচিত্র দেখতে চাই নারী।
তুমি বলেছিলে তুমি তৃষ্ণার্ত থাকবে আমার জন্যে,
তোমার হাজার বছরের লালিত
স্বপ্নের মৃত্যু ঘটবে,
নশ্বর দেহের ধংস হবে আমার জন্যে।
আমি তোমার ধংস দেখতে চাই নারী।
বহু ত্যাগ আর সময় সাধনার মুল্যেই
তোমারে আঘাত করেছি নারী।
তোমার আকাঙ্ক্ষার সহযাত্রী হয়ে
তোমাকে বারে বারে আঘাত করি।
তোমাকে রক্তাক্ত করি,
কতটা নির্দ্বিধায়
সহজেই ছুরি চালিয়ে দেই তোমার বুকে।
কতটা পাষণ্ডটায়
হৃদপিণ্ড এফোঁড় ওফোঁড় করে দেই।
নারী, নিশ্চুপতা নয় চিৎকার করে জানান দাও
তোমার কষ্টের কথা।
তোমার চোখে মুখে কিংবা ঠোঁটে বুঝিয়ে দাও
আমার আঘাতেই তুমি সবচেয়ে বেশি কষ্ট পাও।
আর কেউ না বুঝুক
হৃদপিণ্ড থেকে গড়িয়ে পরা এই রক্ত
ঠিকই বুঝে যাবে কতটা নির্মম শক্তি নিয়ে
তোমাকে বারে বারে আঘাত করি,
ফুসফুস তাড়িত এই অক্সিজেন কিংবা এই উন্মুক্ত ছুরি
ঠিকই জেনে যাবে
কতটা ভালবাসি বলেই তোমার রক্তেই বারে বারে
নিজেকে রক্তাক্ত করি!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।