তোর গায়ে মা কাপড় নেই কেন বল
- অরুণ কারফা
তোর গায়ে মা কাপড় নেই কেন বল
শ্যামা, তোর অবস্থা কি আমাদের মত
পান করার মত নেই সামান্য জল
অন্ন গৃহ বস্ত্র যোগার দূর অস্ত তো।
তাই বুঝি খড়্গহস্ত ওদের উপরে
যারা করে এমন সর্বনাশ সমাজে
দেখাচ্ছিস বারেবারে মুণ্ডচ্ছেদ করে
উচিত শিক্ষা পায় অন্যেরা যাতে লাজে।
জানিস মা, ওদের তো নেই লাজ লজ্জা
ওরা শুধু গোনে সোনার মোহর কিনা
যত পারে তত যায় ক’রে সাজ সজ্জা
থাক ভুখা তারা যারা আছে খানা বিনা।
বুঝলি মা বলতে যদিও বড্ড বাধে
মুণ্ডছেদ হবে প্রতিবাদে প্রতিরোধে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।