এই বাঙলা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
কিনাঙ্ক পড়েছে মনে
আর বুঝি
ভালবাসা আসবে না
এই জীবনে!
যাযাবর হয়ে ঘুরব
বাঙলার পথে-প্রান্তর,
এই বাঙলা আমার
অমরাবতী
এই বাঙলা আমার ঘর।
এই বাঙলা থেকে
বিদায় হব সেই দিন!
যেদিন বাঙলা ভাববে
মোরে পর?
তবু এই বাঙলায়
বেঁচে থাকার আশ
জনম ভর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।