বিমলবাবুর বনি
- সৌম্যকান্তি চক্রবর্তী
বনির বাবা বিমল বল ,
ভজন ভাঁজেন অনর্গল !
মোতির মালিক মোহন মোদক ;
সারায় সকল সাবেক সড়ক ।
আকাশ আবার আঁকে আজও
দুঃখ দিনের দৈন্য যত ,
সমীরণের সমীকরণ
আজো হয়নি সমাধান!
বিমলবাবুর বনির বুকেও
দুঃখ দিয়েছে আসমান !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।