ফেসবুকের মেয়ে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

এক অপ্সরা-মায়াবতী ললনা
ইনবক্সে দিল হানা,
আমি কিছু বললাম না
করলাম না মানা।

আমায় নিয়ে নীল আকাশে
উড়তে চায়
মেলে ভালবাসার ডানা?

আমায় যদি কাছে পেত
করত ফানা-ফানা,
তার এই অদ্ভুদ আচরণ দেখে
হল তা মোর জানা?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।