পতিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

দেহ বিসর্জন দিতে দিতে
হয়েছে অতিসার,
সমভিব্যাহারী পুরুষ তবু
দিল না তাকে ছাড়।

মঞ্জরী হীন যৌবনে
ধরেছে জড়িমা,
পেটের দায়ে ছেড়ে দিয়েছে
বংশ-গড়িমা?

একের পর এক
কাষ্টমার এসে ঢুকছে পতিতার কক্ষে!
জানোয়ারের মত হিংস্র থাবা
হানছে তার বক্ষে?

ক্ষণিকের যৌবন জ্বালা প্রমশিত
করতে গিয়ে
ছিন্ন-ভিন্ন করল তার বক্ষ,
পতিতার কিছু করার নাই
টাকাই যে তার প্রতিপক্ষ।

মা-বাবা-ভাই-বোন
কেউ নেই
সে হল বেওয়ারিশ!
মানব সমাজের চিত্তপটে
পতিতা সমাজের বিষ?

-পতিতা কেউ কি শখ করে হয়ে-


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

০৭-০৬-২০১৬ ০৮:১৫ মিঃ

ধন্যবাদ রাজ্জাক ভাই

০৭-০৬-২০১৬ ০৮:১৪ মিঃ

ধন্যবাদ সাইফ ভাই!

০৫-০৬-২০১৬ ১৪:৪৪ মিঃ

ভালো লিখেছেন ।

০৫-০৬-২০১৬ ১৪:৩৯ মিঃ

সেলুট পতিতাদের কারণ তাঁদের জন্যে একটু হলেও কম ধর্ষিত হয় আমার মা জাতি