তুমি দেবী , তুমিই মানবী
- সৌম্যকান্তি চক্রবর্তী

সর্বংসহা , তুমি কল্যাণকারী ,
সংসার সৃষ্টির মূলে তুমি নারী ;
সন্তানের জননী তুমি মমতাময়ী ,
গৃহের লক্ষ্মী তুমি , অচলা শ্রীময়ী ;
সংসারের ধারক তুমি , ঘরের ঘরণী,
বাধাবিঘ্ন পার করো তুমি কল্যাণী ;

তথাপি লাঞ্ছিতা ও অপমানিতা ,
পুরুষশাসিত যুগে আজও বনিতা ;
পুরুষের লোলুপ কামনার শিকার ,
তবু আজও করোনি সংসার পরিহার!

তুমিতো জগদ্ধাত্রী , গায়ত্রী
দেবীতে হয়েছ পর্যবসিত,
পুরুষরূপী পিশাচকে দমনকারী,
তুমিই আরাধ্যা দেবী , হে নারী !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।