ঐ গগণ কোণে
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ

ঐ গগণ কোণে কে জাগিলে আজি
ঘন কালো কেশ সঞ্চারিলে আজি ,
জাগিলে পুনঃ মেঘ বেশ্যা
পুনঃ এ তব ঘোলাটে নেশা ।
এ প্রহরে -
কাঁপিছে ঘন ঘন গুম গুম ডাকে
হেথা,
ঐ গগণ কোণে জাগিছে বুঝি
ব্যথা !
এ কোন ব্যথা !
কান্না হয়ে ঝরিলে হেথা ,
পুনঃ পুনঃ গম গম ডাকে ঐ মেঘ বেশ্যা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।