ধর্ষণ যদি খোদ্দের মেটানো হয়
- দেবজ্যোতিকাজল

আহাঃ ! কি মহৎ আপনি , ফেস্টুন , ব্যানার , জ্বালাময় ভাষণে আপনি মহৎ । প্রত্যাষার দ্বিগুণেও দেখেছি । আপনি মহৎ ! প্রতীকিতেও আপনি মহৎ আপনি মহৎ ! মহৎ !! মহৎ !!! ঝুকে ঝুকে অস্থির , দোম ফেলে বিশ্রাম নেই মেঘের ছায়া , গাছ-পালাহীন প্রতীক্ষা নিজের প্রতিবিম্বে ঘামের গন্ধ শুকোয় তবুও আপনি মহৎ । : ধর্ষণটা যদি খোদ্দের মেটান হয় শিক্ষক পেটান যদি ছোট্ট ঘটণা , ঘুষের টেলিকাস্টে আপনার কতরকম তুলনা ; প্রাচীন চৌষট্টিকে সমুদ্রশাসনের জলে ছুড়লেন । : আপনি মহৎ ! তবুও বড়াই । বারবার বড়াই , বড়াই-এর মহৎ ; প্রায় সাড়ে দু'কোটি আলামত অন্ধ হয়ে আছে রাতকানা জ্বরে প্লীজ , এদের চিকিৎসার ব্যবস্থা করুণ কেননা আপনি মহৎ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।