ছন্নছাড়া ছড়া
- সৌম্যকান্তি চক্রবর্তী

প্রণামের পিসি প্রণতি পান ,
পান সুপারি জর্দা খান ।
মহেশের মন মমতাময় ,
ভানুর ভাইপো ভজন গান ;
মনের ধনী ধনেশ্বর ,
সম্বল শুধু মাটির ঘর ;
পরিশ্রম ও সততাতেই
সচ্ছল সেই সামান্য ঠাঁই ।
বিরাজ বড়ই বিচক্ষণ,
অজয় আসেনি অনেকক্ষণ ;
পরমপুরুষ পার্থ আবার,
নিদ্রা নীরব খেয়ে খাবার ।
হরেকৃষ্ণ হজম হোলো ?
হরিনামে দুঃখ ভোলো !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।